ধর্ম

সূরা আল কারিয়া বাংলা অর্থ ও উচ্চারণ

সূরা আল কারিয়া পবিত্র কোরআন শরীফের ১০১ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ১১। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এটি পবিত্র কোরআনের ৩০ তম পারায় অবস্থিত।

এই সূরাতে আল্লাহ তায়ালা কিয়ামত দিবসের বিভীষিকার আলোচনা তুলে ধরেছেন। এবং নেক আমল ও বদ আমলের ভিত্তিতে পরকালে মানুষের অবস্থানের বিষয়ে আলোচনা করেছেন এই সূরাতে।

সূরা আল কারিয়া
সূরা আল কারিয়া

সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ :

আল-ক্বারিয়াহ।
মাল-ক্বারিয়াহ।
ওয়ামা-আদরাক্বামাল-ক্বারিয়াহ।
ইয়াওমা ইয়াকুনু-ন্নাছুকাল-ফারাশিল-মাবছুত।
ওয়াতাকুনুল-জিবালু-কাল-ইহনিল-মাংফুশ।
ফা-আম্মা-মাং-ছাকুলাত মাওয়াঝিনুহ, ফাহুয়া-ফি-ইশাতিররাদ্বিয়াহ।
ওয়াম্মা মাং-খাফফাত মাওয়া ঝি-নুহ।
ফাউম্মুহু হা-উয়াহ।
ওয়ামা আদ্বরাকামাহিয়া।
নারুন-হামিয়াহ।

সূরা আল কারিয়া বাংলা অর্থ :

(স্মরণ কর) সেই ঘটনা, যা (অন্তরাত্মা) কাঁপিয়ে দেবে। (অন্তরাত্মা) প্রকম্পিতকারী সে ঘটনা কী? তুমি কি জান (অন্তরাত্মা) প্রকম্পিতকারী সে ঘটনা কী? যে দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত হয়ে যাবে। এবং পাহাড়সমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের মত। তখন যার পাল্লা ভারী হবে। সে তো সন্তোষজনক জীবনে থাকবে। আর যার পাল্লা হালকা হবে। তার ঠিকানা হবে এক গভীর গর্ত। তুমি কি জান তা কী? এক উত্তপ্ত আগুন।
(সূরা কারিয়াহ, আয়াত : ০১-১১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *