জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী
পৃথক ছয়টি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন জানিয়েছেন, আর কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন।
পৃথক ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক আলমগীর হোসেন।