প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে নাটক
দুর্গাপূজা উপলক্ষে বরাবরই বিশেষ নাটক প্রচার করে থাকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। তবে বিটিভি এ বিষয়ে বরাবরই এগিয়ে থাকে। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযোজনায় এবার একাধিক নাটক ও অনুষ্ঠান তৈরি হচ্ছে। যার মধ্যে অন্যতম চমক ‘প্রতিমা’ নামের একটি বিশেষ নাটক।
বিবেক বর্মণের রচনায় নাটকটি প্রযোজনা তথা নির্মাণ করেছেন হাসান রিয়াদ। যে নাটকে উঠে আসবে প্রতিমা গড়ার কারিগর সংকটের ভিন্ন অসাধারণ এক গল্প।
এই নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, আব্দুল আজিজ, সাজ্জাদ সাজু, বিমল ব্যানার্জি, বিবেক বর্মণ ও বিন্দু রোজারিও। প্রচার হবে ১২ অক্টোবর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে।
প্রযোজক হাসান রিয়াদ জানান, প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে শুরু হয় নাটকের কাহিনি। নাটকের গল্পে দেখা যাবে- দত্ত বাড়িতে অনেক বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একবার পূজার সময় শহর থেকে বাড়িতে আসে সলিল দত্তের মেয়ে প্রতিমা। সে তাদের গ্রামের ছেলে রঞ্জনকে ছোটবেলা থেকেই ভালোবাসে কিন্তু বলতে পারে না।
রঞ্জন চারুকলায় পড়ালেখা শেষ করে এখন গ্রামেই থাকে। সে রঞ্জনের বাড়িতে গিয়ে তাকে দুর্গাপূজার প্রতিমা বানাতে সাহায্য করার কথা বলে, কারণ কারিগর সংকট। এরপর নানান নাটকীয়তায় এগিয়ে যাবে ‘প্রতিমা’র গল্প।