বিনোদন

আবার বিয়ে করলেন সানি লিওন, পাত্র কে?

ফের বিয়ে করলেন সানি লিওন

ফের বিয়ে করলেন একসময়ের পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আবারও নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর আবার নতুন করে বিয়ে করলেন এই জুটি। বিয়ের ছবি ইতিমধ্যে শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে৷

মালদ্বীপে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো এক বিয়ের আসরে সঙ্গীকে সঙ্গে নিয়ে ফের বললেন, ‘আই ডু!’ সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করার ইচ্ছে ছিল তাঁদের। সেই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী সানি লিওনি। তবুও নীল ছবির ট্যাগ যেন তাঁর শরীর থেকে সরছে না। মাঝে মধ্য়েই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান।
তিনি স্পষ্ট জানালেন, তাঁর মা এখনও তাঁকে ঘেন্না করেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *