এবার বিচারকের আসনে অভিনেত্রী শবনম ফারিয়া
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ইতোমধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। মিষ্টভাষী এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে হুমায়ুন আহমেদের দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তবে তুমুল জনপ্রিয় শবনম ফারিয়াকে পূর্বের মতো দেখা যায় না এখন শোবিজে।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।
জানা যায় ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়ে খুব ব্যস্ত সময় অতিক্রম করছেন শবনম। তাই দীর্ঘদিন ধরে অনেকটা বাইরেই রয়েছেন অভিনয় থেকে।
তবে তার ভক্তদের কাছে দারুণ সংবাদ এসেছে যে, শবনম ফারিয়াকে দেখা যাবে বিচারকের দায়িত্বে। জানা যায় এনটিভিতে অনতিবিলম্বে শুরু হতে যাচ্ছে কমেডি অনুষ্ঠান ‘হা শো’-এর সপ্তম সিজন। যেখানে বিচারক হিসেবে থাকবেন তিনি। এই রিয়েলিটি শো তে তাকে সঙ্গ দেবে অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।