৬ বছর প্রেমের পর বিয়ে করছেন চিত্রনায়িকা শিরিন শিলা
ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাঁর হবু বরের নাম আবিদুল মহায়মীন সাজিল।
২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করেছেন সেই আলোচিত ভাইরাল নায়িকা শিরিন শিলা।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘জিম্মি’। এতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।