এবার আমি মানুষ হবো: মাহি
নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায় ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। তবে মাহি চলেন তার নিজের নিজস্ব ধাঁচে।
নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই মাধ্যমেই নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে বসলেন এই নায়িকা। নিজেকে ‘ছাগল’ বললেন অভিনেত্রী!
শনিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লেখেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।
নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মাহি। তিনি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।