ভুল করলে শত মানুষ হাজির হন, আর ভাল কাজ করলে দূরবিন দিয়ে প্রশংসা খুঁজতে হয়: রুক্মিণী
পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘টেক্কা’। এই ছবি ছাড়াও তিনি কি প্রতিযোগীদের টেক্কা দিতে বিশ্বাসী? সম্প্রতি বিভিন্ন প্রশ্নের মুখোমুখি রুক্মিণী মৈত্র।
রুক্মিণী বলেন মডেলিং প্রথম প্রেম। আর অভিনয় শেষ ভালবাসা। কারণ, প্রথম প্রেম অনেক হতে পারে। কিন্তু, এই প্রেমটা রয়ে যাবে।
রুক্মিণী বলেন কে কী করে, বলতে পারব না! তবে আমি এ রকমই। ‘প্রতিযোগী’ হলেও কারও ভাল কাজ দেখলে আমি প্রশংসা করি। প্রশংসা করলে তার যদি মুখে একটু হাসি ফোটে, তাতে তো আমার কোনও ক্ষতি নেই! ‘মির্জ়া’র সময়ে ঐন্দ্রিলাকে (ঐন্দ্রিলা সেন) ফোন করেছিলাম। কোয়েলের (কোয়েল মল্লিক) কোনও কিছু ভাল লাগলে ওকে মেসেজ করে জানাই। সমাজমাধ্যমে মিমির (মিমি চক্রবর্তী) কোনও ছবি হয়তো পছন্দ হয়েছে, সেটাও ওকে ব্যক্তিগত ভাবে জানিয়েছি। দিনের শেষে তো আমরা সবাই একে অপরের বন্ধু। কথার এক ফাঁকে বলেন ভুল করলে শত মানুষ হাজির হন, আর ভাল কাজ করলে দূরবিন দিয়ে প্রশংসা খুঁজতে হয়: রুক্মিণী