বিনোদন

ওটিটি প্লাটফর্ম প্রযোজিত সিনেমা দেয়া হলো সেন্সরে আসছে প্রেক্ষাগৃহে

ওটিটির জন্য নির্মিত হলেও দেয়া হলো সেন্সরে এবং আসছে প্রেক্ষাগৃহে

প্রার্থনা ফারদিন দীঘি
সিনেমার দৃশ্য শাওন ও প্রার্থনা ফারদিন দীঘি

সেন্সরে জমা পড়লো চলচ্চিত্র তারকা প্রার্থনা ফারদীন দীঘি অভিনীত চলচ্চিত্র ’৩৬–২৪–৩৬’। প্রেক্ষাগৃহের জন্য নির্মিত এই সিনেমাটি ১৫ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে। এটি দেশের একটি ওটিটি প্লাটফর্ম প্রযোজিত সিনেমা।

জানা গেছে, রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।

সম্পর্ক এবং অনুভূতির নানা দিক উঠে আসবে এ সিনেমায়। ’মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা এটি।
৩৬–২৪–৩৬ ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইতে মুক্তির কথা ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেয়া সম্ভব হয়নি।

এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢংয়ের প্রয়োজন হয় তার কোনো কমতি নেই এতে। সেটি দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *