সুগার ড্যাডি থাকলেও প্লাস্টিক সার্জারি সম্ভব হয় না: তমা মির্জা
তমা মির্জা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার প্রেমের গুঞ্জন বহুদিনের। যদিও তার দাবি, রাফীর সঙ্গে প্রেম নেই তার। তারা কেবল মাত্র বন্ধু।
ঘনিষ্ঠজনেরা মনে করতেন খুব শিগগিরিই রাফী ও তমা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে দু’জনের সেই সম্পর্ক হঠাৎই ভেঙে গেছে । সেই ‘প্রেমকে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা।
তমা মির্জা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘গুজবের তো মা-বাপ নাই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দেই না। তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এসবই গুজব।’
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে তমা বলেন, প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সাথে তো একটা ট্যাগ লাগায় দেয় ‘সুগার মামি, ‘সুগার ড্যাডি এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।’